প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো রোধ করতে টুইটার লঞ্চ করেছে Birdwatch নামে দুর্দান্ত এক ফিচার। Birdwatch ফিচারের মাধ্যমে ইউজাররা বিভ্রান্তিকর টুইট গুলোতে প্রাসঙ্গিক নোট লিখতে পারবে। জানা গেছে টুইটার তার ইউজারদের বিভ্রান্তিমূলক টুইটগুলি মূল্যায়নের ক্ষমতা দিচ্ছে। Birdwatch নামে ফিচারটি অপ্রাসঙ্গিক তথ্য প্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। টুইটার তাদের ব্লগে একটি প্রতিবেদনের […]