সম্প্রতি জানা গেছে মাইক্রোসফট তৈরি করতে যাচ্ছে মাল্টি ল্যাংগুয়েজ কিবোর্ড। সাধারণ ভাবেই সিঙ্গেল লে-আউট কিবোর্ডে ভিন্ন ল্যাংগুয়েজে টাইপ করা বেশ বিরক্তিকর এবং ঝামেলার। আর এই ঝামেলা দূর করতেই মাইক্রোসফট একটি কিবোর্ড কে প্যাটেন্ট করতে যাচ্ছে যার মাধ্যমে ইউজাররা পাবে ভিন্ন ভিন্ন ল্যাংগুয়েজ। জানা গেছে নতুন এই প্রযুক্তিতে মাইক্রোসফট, কিবোর্ডের প্রতিটি বোটমের নিচে প্রিজম যুক্ত করবে। […]