একটা সময় হ্যাজাক বাতির ব্যাপক চাহিদা ছিল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যাত্রা, সার্কাস, পালাগান, হাট-বাজার, মেলাতে এই বাতির ব্যবহার হতো। এই বাতির আলোর প্রখারতা ছিল তীব্র। বলা হয় ৪০০ ওয়াটের সাধারণ বৈদ্যুতিক বাতির সমপরিমাণ আলো দিতে সক্ষম এই বাতি। গ্রাম বাংলায় বিদ্যুতের প্রসার ঘটার পর এই বাতির এখন তেমন ব্যবহার নেই বললেই চলে। এখনকার প্রজম্মের অনেকেই […]