ওরেগনের দাবানলে চরমপন্থিরা দায়ী ছিল এমন দাবী সরিয়ে নেবে ফেসবুক - Android

Get it on Google Play

ওরেগনের দাবানলে চরমপন্থিরা দায়ী ছিল এমন দাবী সরিয়ে নেবে ফেসবুক - Android

শনিবার সন্ধ্যায় ফেসবুক ঘোষণা করেছে, ওরেগনের দাবানল বামপন্থী-বিরোধী ফ্যাসিবাদী অগ্নিসংযোগকারীদের কারণে হয়েছিল, এমন মিথ্যা দাবি সরিয়ে ফেলা হবে। ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন শনিবার টুইট করেছেন, "ওরেগনের দাবানলগুলি কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা করা হয়েছিল এই মিথ্যা দাবিগুলি আমরা সরিয়ে দিচ্ছি। তিনি আরও জানান সিদ্ধান্তটি আইন-প্রয়োগকারী সংস্থা গুলোর নিশ্চিতকরণের উপর ভিত্তি করেই নেয়া হয়েছে। তিনি আরও বলেন, […]

Source

17/09/2020 12:43 AM