সম্ভাব্য প্রাণের সন্ধান থাকা আরেকটি গ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর মত আকারের ওই গ্রহটি মাত্র ১১ আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীদের দাবি, সেখানকার তাপমাত্রা 'কোমল' এবং ওই গ্রহ যে তারার চারদিকে প্রদক্ষিণ করছে, তাও 'ধীরস্থির'। একটি লাল ক্ষুদ্র তারা 'রস ১২৮'এর চারপাশে প্রদক্ষিণ করা ওই এক্সো-প্ল্যানেটের খোঁজ পেয়েছেন চিলির লা সিলা অবজার্ভেটরি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার […]