প্রথম বারের মত Snap তাদের Diversity রিপোর্ট প্রকাশ করেছে। অন্য কোম্পানি গুলো প্রকাশ্যে এই ধরনের রিপোর্ট প্রকাশ করলেও গত নয় বছরে কোন Diversity রিপোর্ট প্রকাশ করে নি কোম্পানিটি। জানা গেছে সমসাময়িক চাপের মুখে পড়ে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেয় Snap। Snap জানিয়েছে তারা এখন থেকে প্রতিবছরই এটি প্রকাশ করবে। রিপোর্ট অনুযায়ী, Snap এর কর্মী বাহিনীর […]