এসি কেনা মোটেও সহজ কোন কাজ নয়। এসিটি কতটা বিদ্যুৎ, ঘর আদৌ কতটা ঠাণ্ডা করবে সব কিছুই ভাবার বিষয়। আপনি ছোটো ঘরের জন্য ইয়া বড় চিলড এসি কিনবেন তাতেও কিন্তু হবেনা খাজনার চাইতে বাজনা বেশি হবে। আপনার ঘর যদি ১২১ থেকে ১৫০ স্কয়ার ফিটের ভেতর হয় তাহলে আপনি অনায়াসেই ১টনের এসি ব্যবহার করে আপনার কাজ […]