রোদ-বৃষ্টিতে ছাতার মতো বন্ধু কি আর হয়? ছাতা নিয়ে কোথাও গিয়ে ভুল করে ফেলে আসার ঘটনাও কম নয়। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় এখন ছাতাও হয়ে যাচ্ছে স্মার্ট। ওই ছাতা ভুলে ফেলে এলে অবস্থান জানাতে পারবে তা। এমনকি আবহাওয়ার পূর্বাভাসও দিতে পারবে। এ ছাতার নাম ‘দ্য ওয়েদারম্যান’। যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা ওয়েদারম্যান নামের কোম্পানি থেকে এ ছাতা […]